আমতলী উপজেলা ফায়ার সার্ভিস সংলগ্ন পটুয়াখালী-কুয়াকাটা প্রধান সড়কে লেফট্যানেন্ট শিহাব-উন-ছাকিব (শিক্ষা), বিএন (পি নং ৩৯৯০) এর নেতৃত্বে ১২ সদস্যবিশিষ্ট একটি সেকশন, এবং আমতলী থানা পুলিশের ৪ জন সদস্যসহ একটি যৌথবাহিনী চেকপোস্ট পরিচালনা করে।
এই অভিযানে মোট ৯২টি মোটরসাইকেল, ৮টি সিএনজি, ৫টি ট্রাক, ১১টি প্রাইভেট কার, ১৪টি বাস এবং ২৫টি মাইক্রোবাসের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।
অভিযানে হেলমেট, ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন না থাকায় সর্বমোট ৪টি মামলা করা হয়। এই বাবদ ১২,০০০ (বারো হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান চলাকালীন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর