ব্রাহ্মণবাড়িয়া টাউন খালের খনন কাজ শুরু দখল-দূষণে মৃতপ্রায় ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের খনন কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল পৌনে ১০টায় শহরের থানাব্রিজ এলাকার অংশের খনন কাজ উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
শহরের জলাবদ্ধতা নিরসন ও নৌযান চলাচলের সুবিধার্থে ব্রিটিশ শাসনামলে টাউন খাল খনন করা হয়। প্রায় পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের খালটি শহরের টানবাজার থেকে শুরু হয়ে গোকর্ণ ঘাটে গিয়ে শেষ হয়েছে।
দুইদিকেই তিতাস নদীতে যুক্ত হয়েছে খালটি। তবে দখল-দূষণের কারণে এখন ভরা বর্ষায়ও পানি থাকে না খালে। এ অবস্থায় খালটি পুনরুদ্ধারের লক্ষ্যে নিজস্ব অর্থায়নে খনন কাজ শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা।
খনন কাজের উদ্বোধন শেষে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, খালে দূষণ বন্ধে বাসাবাড়ি থেকে যেন ময়লা-আবর্জনা না ফেলা হয় সেটি নিশ্চিত করতে বাসাবাড়ি থেকে নির্দিষ্ট ফির বিনিময়ে আবর্জনা সংগ্রহ করবে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা। এছাড়া খনন শেষে খালের
কুশল/সাএ
সর্বশেষ খবর