প্রবাসী কল্যাণ ব্যাংকে শিগগিরই শরিয়াভিত্তিক ঋণ কার্যক্রম চালু করার ঘোষণায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলকে ধন্যবাদ জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি এ কথা জানান।
শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সুদমুক্ত ঋণ প্রদানের দাবি আমরা তুলেছিলাম। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বিষয়টি বাস্তবায়নের চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছিলেন।’
তিনি আরও বলেন, ‘আমরা আনন্দিত যে তিনি সে অনুযায়ী প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছেন এবং এক মাসের মধ্যেই প্রবাসী কল্যাণ ব্যাংকে শরিয়াহ উইং চালুর ঘোষণা দিয়েছেন। এজন্য তাকে আন্তরিক ধন্যবাদ। এর মাধ্যমে প্রবাসীদের জন্য সুদমুক্ত ঋণ গ্রহণের পথ কিছুটা হলেও সহজ হবে, ইনশাআল্লাহ।’
শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘যদিও শুরুতে আমাদের দাবি ছিল শরিয়াহ উইং চালুর, তবে আস-সুন্নাহ ফাউন্ডেশনের আয়োজনে প্রবাসীদের একটি অনুষ্ঠানে সর্বশেষ দাবি হিসেবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসীদের জন্য সম্পূর্ণ সুদ বা মুনাফামুক্ত ঋণ কার্যক্রম চালুর আহ্বান জানানো হয়েছিল।’
আশা করি, পরবর্তী ধাপে সে উদ্যোগ নেওয়া হবে। আপাতত শরিয়াহ উইং খোলার ঘোষণাটি দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্টদের প্রতি।’
এদিকে আজ মঙ্গলবার ফেসবুকের বার্তায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, শিগগিরই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শরিয়াভিত্তিক ঋণ প্রদান কার্যক্রম চালু হবে।
পোস্টে তিনি লিখেছেন, ‘প্রবাসী ভাইদের জন্য সুসংবাদ।
প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে অচিরেই চালু হচ্ছে শরিয়াভিত্তিক ঋণ প্রদানের কার্যক্রম। আজ ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা হয়েছে। উনি জানিয়েছেন এ মাসের মধ্যে এ কার্যক্রম চালু করা সম্ভব হবে। এই পদক্ষেপ নিতে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন শায়খ আহমাদুল্লাহ ভাই। উনাকে অনেক ধন্যবাদ।
কুশল/সাএ
সর্বশেষ খবর
অন্যান্য... এর সর্বশেষ খবর