নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের বঙ্গবাজার এলাকায় জামায়াতের সমর্থকদের উপর বিএনপির বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এতে তিনজন আহত হয়েছেন।
সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে কলসহাটি সংলগ্ন বঙ্গবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার রাতে বঙ্গবাজার এলাকায় জামায়াতের সমর্থকদের বেদরক মারপিট করে এতে জুয়েল মিয়ার ছেলে তাকবীর মিয়া, আব্দুল সালামের ছেলে তামিম মিয়া ও নওসাদ মিয়ার ছেলে রুমান মিয়া আহত হন। আহতরা সকলেই জামায়াত সমর্থক ও সবাই কলসহাটি গ্রামের বাসিন্দা। আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়রা জানায়, গত ১০ জানুয়ারি কলসহাটি এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানে রাজনৈতিক দলের পক্ষবদলের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা তৈরি হয়। পরদিন ১১ জানুয়ারি স্থানীয় মসজিদ এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ওই ঘটনার ধারাবাহিকতায় ১২ জানুয়ারি (সোমবার) রাতে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা জামায়াতের আমির মাওলানা সাদেকুর রহমান বলেন, এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তাকে লিখিতভাবে অভিযোগ দিয়েছি। আশা করি প্রশাসন দোষীদের বিচারের আনবেন।
জানতে চাইলে জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ সাইফুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। আরও কিছু তথ্য চেয়েছি। তা পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর