ময়মনসিংহের ফুলপুরে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে সাত উপজেলার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্থানীয় সরকারের উপপরিচালক মো. আশিক নুরের নেতৃত্বে মঙ্গলবার (১৩ জানুয়ার) সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমা। এতে ফুলপুর, তারাকান্দা, হালুয়াঘাট, ধোবাউড়া, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলার সকল ইউনিয়নের ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, একাডেমি সুপারভাইজার পরিতোষ সূত্রধরসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
সভায় বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় সরকারের উপপরিচালক মো. আশিক নুর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা বলেন, সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ কর্মপরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম। স্কুলে ভর্তি, বিবাহ নিবন্ধন, পাসপোর্ট তৈরি, সরকারি ভাতা, ভিজিএফ কার্ডসহ নানা সরকারি সেবা পেতে জন্মনিবন্ধন সনদ অপরিহার্য।
তারা আরও বলেন, অনেক মানুষ সচেতনতার অভাবে জন্ম ও মৃত্যু নিবন্ধনকে গুরুত্ব দেন না, ফলে নিবন্ধনের হার কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাচ্ছে না। ইউনিয়ন পরিষদের সচিবরা এই কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তবে কিছু এলাকায় কারিগরি জটিলতা, জনবল সংকট ও নাগরিক সচেতনতার অভাবে প্রত্যাশিত অগ্রগতি ব্যাহত হচ্ছে। এসব সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। সভায় ইউনিয়ন সচিবরা মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে যেসব সমস্যার মুখোমুখি হচ্ছেন, তা উপপরিচালকের কাছে তুলে ধরেন।
তারা বলেন, গ্রামাঞ্চলে অনেক সময় জনগণ জন্ম বা মৃত্যু নিবন্ধনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন না। এছাড়া অনলাইন নিবন্ধন ব্যবস্থায় ইন্টারনেট সংকট, জনবল ঘাটতি এবং প্রশিক্ষণের অভাব কার্যক্রমকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলছে।
আলোচনায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এই পর্যালোচনা সভার মাধ্যমে ময়মনসিংহ জেলার জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গতি আসবে এবং সংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর