বগুড়ার নন্দীগ্রামের কাথম-কালিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ইঞ্জিনচালিত ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আকাশ (১৮) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ভাটরা ইউনিয়নের কাথম-কালিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মনিনাগ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ ভাটরা ইউনিয়নের মুরারিদিঘী গ্রামের সৌদি আরব প্রবাসী বাদশাহ মিয়ার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মকবুল হোসেন বলেন, আকাশ মোটরসাইকেল নিয়ে কালিগঞ্জ থেকে বাড়ির দিকে ফিরছিলো। অপরদিক থেকে আসা মালবাহী একটি ভটভটি মনিনাগ এলাকায় পৌঁছলে মোটরসাইকেল ও ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। আকাশ ঢাকার একটি কলেজে লেখাপড়া করতো। তবে এ ঘটনায় ভটভটি চালকের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর