নাটোর-৩ (সিংড়া) আসনে ১১ দলীয় জোট থেকে এনসিপির প্রার্থী জার্জিস কাদির বাবুর মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় “সচেতন নাগরিক” ব্যানারে শতাধিক মানুষ এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী হাসান, জুলাই যোদ্ধা বায়েজিদ বোস্তামী, আল আমিনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে জোটের পক্ষ থেকে জার্জিস কাদির বাবুর প্রার্থিতা প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
তারা অভিযোগ করেন, জার্জিস কাদির বাবু ফ্যাসিবাদের দোসর এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক ও রাজশাহীর সাবেক মেয়র লিটনের ঘনিষ্ঠজন। এর আগে তিনি রাজশাহী বিএনপির নেতা মিনুর ঘনিষ্ঠ ছিলেন বলেও দাবি করেন বক্তারা।
বক্তারা বলেন, এমন একজন বিতর্কিত ব্যক্তিকে প্রার্থী করা হলে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক বার্তা যাবে। তাই অবিলম্বে তার মনোনয়ন বাতিল করে যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী মনোনয়নের দাবি জানান তারা।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর