টাঙ্গাইল -৬ নাগরপুর দেলদুয়ার আসনের বিএনপির মনোনয়ন পদপ্রার্থী রবিউল আউয়াল লাভলুকে সমর্থন দিলেন বিএনপির নেতা মইনুল আলম খান কনক।
শনিবার (২৭ জানুয়ারি) বিকালে উপজেলা সদরে রবিউল আউয়াল লাভলুর নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা করা হয়। মইনুল আলম খান কনক তিনি টাঙ্গাইল-৬ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি আহমদ আলী রানা, উপজেলা বিএনপির সদস্য ও মনোনয়ন প্রত্যাশী মো. শরিফ উদ্দিন আরজু, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, উপজেলা কৃষকদলের সভাপতি হুমায়ুন কবীর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, সলিমাবাদ ইউনিয়ন বিএনপি'র সভাপতি সাজ্জাদ হোসেন পল, সলিমাবাদ ইউপি চেয়ারম্যান মনির হোসেন ভূঁইয়া, রবিউল আউয়াল লাভলুর সহধর্মিণী মনোয়ারা বেগমসহ বিএনপি সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর