নাটোর-৩ সিংড়া আসনে ১০ দলীয় জোটের এনসিপির প্রার্থী জার্জিস কাদির বাবুর নাম প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় নাটোরের একটি রেস্তোরায় সংবাদ সম্মেলন করেন তারা।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, নাটোর -৩ (সিংড়া) আসনে ১০ দলীয় জোট থেকে এনসিপির প্রার্থী জার্জিস কাদির বাবুর নাম রয়েছে। আমরা তার নাম শুনে অবাক হয়েছি। জুলাই গণঅভ্যুত্থান পর সে আমাদের পরিবারের খোঁজ খবর নেয়নি। কোনো সাহায্য সহযোগীতা করেনি। আর করবেই বা কেনো সে ফ্যাসিবাদ ধারন করে। সে একজন লোভি, পল্টিবাজ, দুর্নীতি গ্রস্থ মানুষ। সে জুলাই বিপ্লব কে ধারন করে না। বিগত দেড় বছরে আমরা তার কোনো সাক্ষাৎ পেলাম না। সিংড়ার মানুষ তাকে চেনে না, জানে না। আমাদের জানামতে তাকে এ আসনে দিলে জামানত হারাবে। তার মাধ্যমে জুলাই আকাঙ্খা পুরন হবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শহীদ রিদয়ের পিতা রাজু আহমেদ, শহীদ সোহেল রানার পিতা আব্দুল মোতালেব, জুলাই যোদ্ধা মেহেদী হাসান, জুলাই যোদ্ধা বায়েজিদ বোস্তামী, সচেতন নাগরিক সমাজের ইলিয়াস বিন আনিস আলআমিন প্রমুখ।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর