শৈত্যপ্রবাহ নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, চলতি জানুয়ারি মাসের বাকি সময়জুড়ে বড় ধরনের কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
আবহাওয়া বিজ্ঞানের নিয়ম অনুযায়ী, কোনো এলাকায় তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। তবে এমন তাপমাত্রা যদি কেবল একটি বা বিচ্ছিন্ন কোনো এলাকায় সীমাবদ্ধ থাকে, তাহলে আবহাওয়া অফিস আনুষ্ঠানিকভাবে তাকে ‘শৈত্যপ্রবাহ’ ঘোষণা করে না।
শীতের ভরা মৌসুম হলেও দেশের অধিকাংশ এলাকায় এখনো তেমন শীতের প্রভাব দেখা যাচ্ছে না। শনিবার (১৭ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, আগামী দুই দিন সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এরপর ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। চলতি মাসের শেষ দিকে নতুন করে শীতের তীব্রতা বাড়বে কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
কুশল/সাএ
সর্বশেষ খবর