র্যাবের যৌথ অভিযানে জয়পুরহাটের চাঞ্চল্যকর ইয়ানুর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গোলাম মোস্তফা (৫৫)-কে ঢাকা জেলার ধামরাই থানাধীন কালামপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৫ এবং র্যাব-৪ এর সদস্যরা।
র্যাব জানায়, গোলাম মোস্তফা পাঁচবিবি উপজেলার গোহারা গ্রামের হানিফের ছেলে।
র্যাব জয়পুরহাট ব্যাটালিয়ন এক তথ্য বিবরণীতে জানায়, গত ৮ জানুয়ারি পাঁচবিবি উপজেলার শলাইপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে গোলাম মোস্তফার নেতৃত্বে অজ্ঞাতনামা আসামিরা স্থানীয় সালাকুর গ্রামের আলম মন্ডলের ছেলে ইয়ানুর হোসেন (৩২) ও তার বন্ধু আল-আমিনকে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র, যেমন – চাপাতি, চাইনিজ কুড়াল, লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারপিট করতে থাকে।
এ সময় তাদের চিৎকারে ঘটনাস্থলে অন্যান্য লোকজন এলে তারা পালিয়ে যায়। গুরুতর আহত ইয়ানুর এবং আল-আমিনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক ইয়ানুরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইয়ানুরের ভাই মো. মুমিনুর ইসলাম বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১১ তারিখ ১১ জানুয়ারি ২০২৬ ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০)।
এ মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে র্যাব-৫ সিপিসি-৩ এর একটি আভিযানিক দল ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতারের জন্য তৎপর হয়। অভিযানের ধারাবাহিকতায় ১৭ জানুয়ারি বিকাল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ সিপিসি-৩ এবং র্যাব-৪ সিপিসি-২ এর একটি চৌকস দল ঢাকা জেলার ধামরাই কালামপুর বাজার এলাকায় ইয়ানুর হত্যা মামলার প্রধান আসামি গোলাম মোস্তফাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোলাম মোস্তফাকে পাঁচবিবি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানায় র্যাব।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর