ছাত্রদের আবাসন সংকট কাটাতে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে ছয়তলা বিশিষ্ট ছাত্রাবাস নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
এবি ট্রাস্টের উদ্যোগ ও কাতার চ্যারিটির অর্থায়নে রবিবার দুপুরে পাবনা পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
কলেজের অধ্যক্ষ প্রফেসর লুৎফর রহমানের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য দেন, কলেজের সাবেক শিক্ষক প্রফেসর শিবজিত নাগ, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর কলিমুদ্দিন, কলেজের সাবেক ছাত্রনেতা ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ মাসুম বগা, এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস কাব্য প্রমুখ।
এ সময় কলেজের সাবেক ছাত্র হিসেবে উপস্থিত ছিলেন এবি ট্রাস্টের চেয়ারম্যান ও কেন্দ্রীয় শ্রমিকদলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
কলেজের অধ্যক্ষ প্রফেসর লুৎফর রহমান বলেন, ‘শতবর্ষী এ কলেজে শিক্ষার্থীদের আবাসন সংকট দীর্ঘদিনের। পূর্বে বিভিন্ন মাধ্যমে এ সংকট ঘুচানোর চেষ্টা করলেও সেটি সম্ভব হয়নি। তবে এ সংকটের সমাধান করে দেওয়ার জন্য এবি ট্রাষ্ট ও কাতার চ্যারেটির সকল কে কলেজের শিক্ষক শিক্ষার্থীদের পক্ষ থেকে ধন্যবাদ।’
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর