ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬-এর সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন চৌধুরী।
তাঁর চূড়ান্ত মনোনয়নের চিঠি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। রবিবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় প্যাডে এই চিঠি দেওয়া হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চূড়ান্ত প্রার্থী মনোনয়ন (Final Nomination) প্রদান পত্রে উল্লেখ করা হয়েছে, পূর্বসূত্রসমূহ: (১) ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখের বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পত্র। (২) ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখের বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পত্র।
সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তাকে দেওয়া পত্রে আরও উল্লেখ করা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রসমূহের বরাতে জানানো যাচ্ছে যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে জাতীয় সংসদ সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণের নিমিত্ত গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ১৬ (২) অনুচ্ছেদের বিধানমতে নিম্নোক্ত ছকে বর্ণিত প্রার্থীকে তাঁর নামের পার্শ্বে উল্লিখিত সংসদীয় আসনে চূড়ান্ত মনোনয়ন (Final Nomination) প্রদানপূর্বক 'ধানের শীষ' প্রতীক বরাদ্দ দেওয়ার অনুরোধ করা হলো। সংসদীয় আসন নম্বর ২২৫ সুনামগঞ্জ-২। চূড়ান্ত মনোনীত প্রার্থীর নাম: মোঃ নাছির চৌধুরী, রাজনৈতিক দলের নাম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর