আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেবে কি না এই প্রশ্নের চূড়ান্ত উত্তর মিলতে যাচ্ছে আগামী বুধবার (২১ জানুয়ারি)। ওই দিন বাংলাদেশের ইস্যুতে সিদ্ধান্ত জানাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিষয়টি নিশ্চিত করেছেন আইসিসির প্রতিনিধিরা, যারা গত শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বৈঠক করেন।
বাংলাদেশের বিশ্বকাপ সংক্রান্ত পরিস্থিতি পর্যালোচনায় আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ সরাসরি বাংলাদেশে এসে বিসিবির সঙ্গে আলোচনা করেন। এ ছাড়া ভার্চুয়ালি বৈঠকে যুক্ত ছিলেন আইসিসির জেনারেল ম্যানেজার (ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশনস) গৌরব সাক্সেনা।
বৈঠকে বিসিবির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, নিরাপত্তা শঙ্কার কারণে কোনোভাবেই ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে রাজি নয় বাংলাদেশ। এই প্রেক্ষাপটে লজিস্টিক জটিলতা কমাতে গ্রুপ পরিবর্তনের বিষয়েও আলোচনা হয়। তবে জানা গেছে, বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের অনুরোধে রাজি হয়নি আইসিসি।
এর ফলে আয়ারল্যান্ডকে ‘বি’ গ্রুপ থেকে ‘সি’ গ্রুপে পাঠানো এবং বাংলাদেশকে ‘সি’ গ্রুপ থেকে ‘বি’ গ্রুপে স্থানান্তরের সম্ভাবনা কার্যত নাকচ হয়ে গেছে। আইসিসির পক্ষ থেকে বারবারই বলা হয়েছে, ভারতের ভেন্যুগুলোতে বাংলাদেশ দলের জন্য কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই।
বর্তমানে আইসিসি বাংলাদেশের কাছ থেকে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। বাংলাদেশ যদি ভারতে গিয়ে না খেলার সিদ্ধান্ত নেয়, সে ক্ষেত্রে বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে অন্য কোনো দলকে অন্তর্ভুক্ত করতে পারে আইসিসি। র্যাংকিং বিবেচনায় সেই দলটি হতে পারে স্কটল্যান্ড।
সব মিলিয়ে বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হবে, নাকি ভারতেই খেলতে হবে, অথবা অন্য কোনো সিদ্ধান্ত আসবে সবকিছুই স্পষ্ট হবে আগামী বুধবারের মধ্যে।
সূত্র : ক্রিকইনফো।
মাসুম/সাএ
সর্বশেষ খবর