বরগুনা জেলার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা পিপিএম এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খান ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর নেতৃত্বে রোববার ১৮ জানুয়ারি বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বরগুনা পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট, টহল সহ আইন শৃঙ্খলা বিষয়ে জনগণকে সচেতনতা ও মতবিনিময় করা হয়।
অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ওসি সদর সহ পুলিশের ২টি টিম, ওসি ডিবি সহ ১টি টিম, বাংলাদেশ নৌবাহিনী বরগুনা কন্টিনজেন্ট ইনচার্জ সহ ২৪জন নৌ-সদস্য, বরগুনা ট্রাফিক বিভাগের ১টি টিম অভিযানে অংশগ্রহণ করে।
জেলার পৌর শহরের মিজান টাওয়ারের মোবাইল মার্কেটে অবৈধ মোবাইল ক্রয় বিক্রয় হয় তা তল্লাসি করা হয়। গনকবর সংলগ্ন বস্তিতে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বসত বাড়ি তল্লাশি করা হয় এবং শহরের প্রধান প্রধান সড়কে যৌথ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই ও সন্দেহ ভাজনদের তল্লাশি করা হয়। অভিযানে ট্রাফিক আইনে ৮টি মামলার বিপরীতে ৩৭হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং বৈধ কাগজপত্র না থাকায় ৫টি মোটরসাইকেল আটক করা হয়।
মাসুম/সাএ
সর্বশেষ খবর