ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধনে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের তানভীর মন্ডল, ফোকলোর অ্যান্ড সোশ্যাল স্টাডিজ বিভাগের তাজমিন রহমান, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের শান্ত শিশিরসহ মোট ছয়জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এসময় তারা “জাস্টিস ফর সাজিদ; হত্যার ১৮৬তম দিন আজ, আর কত অপেক্ষা?”, “সাজিদ ভাই কবরে, খুনি কেন বাহিরে?”, “প্রশাসনের হেলাফেলা মানি না মানবো না” এবং “কার ভয়ে প্রশাসন চুপ” বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তারা সাজিদ আবদুল্লাহ হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি এবং এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার জন্য উপাচার্যকে আহ্বান জানান।
এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, প্রশাসনের সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের নিয়ে আমরা সাজিদ হত্যা মামলার অগ্রগতির বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব।
উল্লেখ্য, গত বছরের ১৭ জুলাই সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে সাজিদ আবদুল্লাহর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে ময়নাতদন্ত শেষে ভিসেরা রিপোর্টে ওই শিক্ষার্থীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানা যায়। বর্তমানে এ হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রম পরিচালনা করছে সিআইডি।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর