সরকারি কর্মচারীদের সাধারণ ভবিষ্যৎ তহবিল (জিপিএফ) এবং প্রদেয় ভবিষ্যৎ তহবিলে (সিপিএফ) টাকা রাখার বিপরীতে আগের সুদের হারই বহাল রাখা হয়েছে। এ হার ১১ থেকে ১৩ শতাংশ।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ রোববার (১৮ জানুয়ারি) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়েছে, ১৫ লাখ টাকা পর্যন্ত সুদের হার ১৩ শতাংশ। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত সুদ ১২ শতাংশ এবং ৩০ লাখ ১ টাকা থেকে তার বেশি টাকার বিপরীতে সুদ ১১ শতাংশ।
জিপিএফ-সিপিএফে টাকা রাখলে সরকারি কর্মচারীরা এক সময় ১৩ থেকে ১৪ শতাংশ সুদ পেতেন। ২০২১ সালের সেপ্টেম্বরে তৎকালীন অর্থসচিব আব্দুর রউফ তালুকদার তা ১১ থেকে ১৩ শতাংশে নামিয়ে এনেছিলেন। তখন থেকে সে হারই বহাল রয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর