যশোরের শার্শায় র্যাব-৬ যশোরের সদস্যরা অভিযান চালিয়ে ৩হাজার পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ আটক করেছে। আটককৃতরা হলেন, সাতক্ষীরা জেলার আশাশুনি থানার কাটাখালী গ্রামের আনিছুর রহমানের ছেলে বুলবুল সানা বুলি (৫২) ও তার সহযোগী একই গ্রামের শিল্পি (৪২)।
র্যাব জানায়, সোমবার সকাল ৭টায় যশোরের শার্শার কায়বা বেলতলা বাজারের তিন রাস্তার মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় বাগআঁচড়া বাজার এলাকা থেকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার গয়ড়া বাজারের দিকে দ্রুতগতিতে একটি ডিসকভার মোটরসাইকেল যোগে যাওয়ার সময় কৌশলে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়। এসময় বুলবুল সানা বলির পরিহিত জ্যাকেটের পকেট থেকে ২ হাজার ৯শ’৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে একটি কালো রঙের ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় শার্শা থানায় মামলা হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর