ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ (আক্কেলপুর-কালাই-ক্ষেতলাল) আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত আবেদনের মাধ্যমে প্রার্থীতা প্রত্যাহার করেন।
প্রার্থীতা প্রত্যাহারে শেষে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনুগত্য প্রকাশ করে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি। কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর উপজেলার আমার নির্বাচনী এলাকার সাধারণ ভোটারদেরকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি । এ সময় নিপুল সংখ্যক নেতাকর্মী তাঁর সঙ্গে ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর