ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আজ মঙ্গলবার প্রকাশিত হতে পারে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহবায়ক তথ্য-প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম।
তিনি বলেন, আশা করছি দুপুরের পরে বিকেল নাগাদ ফলাফল প্রকাশ করতে পারব।
এর আগে গত ১৩ ডিসেম্বর রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছর ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ৭ হাজার ৭০১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়াই করেছেন প্রায় ৩৭ জন পরীক্ষার্থী।
কুশল/সাএ
সর্বশেষ খবর