শহীদ আসাদের ৫৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সংলগ্ন শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ঢাবি শাখা ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ১৯৬৯ এর আইয়ুব বিরোধী আন্দোলনের শহীদ আসাদ এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগের যে উদাহরণ রেখে গেছেন তাকে অনুপ্রেরণা হিসেবে সামনে রেখে আমরা বাংলাদেশকে গণতান্ত্রিক পথে এগিয়ে নিয়ে সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করে যাবো।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সহ-সভাপতি আব্দুল্লাহ আল নাঈম, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন শাওন, যুগ্ম-সাধারণ সম্পাদক হোসাইন মো. সাদ্দাম মীর, ফেরদৌস আলম, নূরুল আমিন নূর, দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী, প্রচার সম্পাদক মো. তানভীর হাসান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলফি লাম ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক উবাইদুল্লাহ রিদওয়ানসহ বিশ্ববিদ্যালয় ও হল কমিটির নেতাকর্মীগণ।
কুশল/সাএ
সর্বশেষ খবর