গণভোট কী? কেন গণভোটে 'হ্যাঁ' ভোট দিতে হবে তা নিয়ে জোর প্রচারণা শুরু করেছে স্থানীয় প্রশাসন। হাট-বাজার, গ্রামগঞ্জের সাধারণ মানুষকে গণভোট সম্পর্কে ধারণা দিতে চলছে এই প্রচারাভিযান। ময়মনসিংহ-১ আসনের হালুয়াঘাটের তৃণমূলে গণভোটের পক্ষে এ প্রচারণা চালানো হচ্ছে প্রতিদিন।
নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, ইতিমধ্যে ভোট গ্রহণের লক্ষ্যে এই আসনের কেন্দ্রগুলো ভোটগ্রহণের উপযুক্ত করা হয়েছে। ঝুঁকিমুক্ত ভোট গ্রহণে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরাও। গণভোট কী-তা সাধারণ মানুষকে বোঝাতে এখন চলছে জোর প্রচারণা।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান জনকণ্ঠকে বলেন, প্রত্যন্ত গ্রাম এবং হাটবাজারে গিয়ে ভোটারদের গণভোট সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। গণভোটে অংশ নিতে ভোটারদের উৎসাহিত করার প্রক্রিয়া চলমান রাখার পাশপাশি শিক্ষক-সাংবাদিক, ইমাম ও খতিব,সুধিজনদের নিয়ে এরই মধ্যে গণভোট সম্পকে সেমিনার করা হয়েছে।
ভোটাররা যাতে আগামী ১২ ফেব্রুয়ারি পছন্দের প্রার্থীর পাশাপাশি গণভোটেও নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে জন্য কাজ করছেন তিনি।
কুশল/সাএ
সর্বশেষ খবর