গনভোটের মাধ্যমে দেশের চেহারা পাল্টে যায়,ইতিহাস পরিবর্তিত হয়,আশা আকাংখা পরিবর্তন ঘটে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি আরও বলেন,গনভোট বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ। গন ভোটের পক্ষে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন,কোন ধরনের সরকার চান,আগামী ৫ বছর কাকে দায়িত্ব দিতে চান তা নির্ধারণ করবেন ভোটারগন। তারা যাকে খুশি তাকে ভোট দিবেন। হা ভোট দিলে সর্বগ্রাসী ফ্যাসিস থেকে,সৈরশাসক থেকে মুক্তি পাবো। ক্ষমতা বসলে না ছাড়ার প্রবনতা থেকে মুক্তি পাবো।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে গণভোটের কার্যক্রম বিষয়ে জনসচেতনামূলক সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম আরও বলেন, সংবিধানে বিসমিল্লাহ আছে তাই জুলাই সনদে থাকার ধরকার নেই। জুনাই সনদ একটু অংশ মাত্র বলে। এসময় উপদেষ্টা আরও জানান,গত তিনটি নির্বাচন প্রহসনের নির্বাচন ছিলো,নির্বাচনে এবার জনগনের অংশ গ্রহণে মুখরিত হবে। আমরা সুষ্ঠু সুশৃঙ্খলভাবে উৎসব মুখর নিরপেক্ষ নির্বাচন করেই আমরা বিদায় নিবো।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন মসজিদ ইমামদের উদ্দেশ্য বলেন,রাজনৈতিক উদ্দেশ্য কোনো দল ও ব্যক্তির পক্ষে মিম্বারে দাঁড়িয়ে দেয়া যাবে না। জুলাই সনদের পক্ষে প্রচার করতে কোনো বাঁধা নেই। দেশের জনগন দেশের যে কোনো পরিস্থিতিতে আবারও আন্দোলন করবে। দেশের জনগন পরিবর্তন চায় পরিবর্তন হবে ইনশাআল্লাহ।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম আরও বলেন,নির্বাচনে কোনো পদক্ষের হয়ে প্রচারনায় প্রশাসনের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেয়া হবে। জুলাই সনদ দেশের স্বার্থে করা হয়েছে তাই হা ভোট দিতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
এসময় তিনি গণভোটের গুরুত্ব,উদ্দেশ্য ও প্রক্রিয়া সম্পর্কে জনগণকে অবহিত করেন।
এ সময় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম এর সাথে আসা সফর সঙ্গীসহ জেলা সহকারী পুলিশ সুপার জাকির হোসেন,জেলার বিভিন্ন নির্বাচনী আসনের প্রার্থীসহ বিভিন্ন ধর্মের লোকজন ও সর্ব স্থরের মানুষ উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর