জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত কার্য নির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ( ২০ শে জানুয়ারি ) জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির ভবনে শপথ গ্রহন ও অভিষেক অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ আব্দুল মোমেন ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ অনুপ কুমার।
বিশেষ অতিথি ছিলেন, জয়পুরহাট নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক হাবিবা মন্ডল, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তাজুল ইসলাম মিঞা, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ শহিদুল ইসলাম, জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডঃ শাহানুর রহমান শাহিন সহ বিচারকরা।
অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য ও সিনিয়র আইনজীবী এডভোকেট খাজা জহুরুল ইসলাম।
অনুষ্ঠানে জেলার আইনজীবিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে,গত ২৯ শে নভেম্বর ২০২৫ তারিখে জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন হয়। সেই নির্বাচনে ১১ টি কার্যনির্বাহী পরিষদ পদের মধ্যে জামাত সমর্থিত সভাপতি ১ টি পদে আর অন্য ১০ টি পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হয়েছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর