শীতে হালুয়াঘাটের হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশু রোগী বাড়ছে। প্রতিদিনই শ্বাসকষ্ট, সর্দি-কাশি, জ্বর, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে উল্লেখ যোগ্যসংখ্যক শিশু ভর্তি হচ্ছেন হাসপাতালে।
চিকিৎসকদের মতে, চলতি শীতে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় দুই থেকে তিন গুণ পর্যন্ত বেড়েছে। পাঁচ বছরের নিচের শিশুরা সবচেয়ে বেশি ভুগছে। সারাদেশের মতো হালুয়াঘাটও গত কয়েক সপ্তাহ ধরে মৌসুমি বায়ুর প্রভাবে তীব্র শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে ভোর ও রাতে শীত বেশি থাকছে।
সম্প্রতি উপজেলা কমপ্লেক্স ঘুরে দেখা যায়, শীত বাড়ার সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট, সর্দি-কাশি ও ডায়রিয়ার রোগী বাড়ছে। একইসঙ্গে বেসরকারি হাসপাতাল ও চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারেও ঠান্ডাজনিত রোগীর চাপ বেড়েছে।
হাসপাতাল তথ্য সূত্রে জানা যায়, গত সেপ্টেম্বর ও অক্টোবরে শূন্য থেকে পাঁচ বছর বয়সী দেড় হাজারের বেশি শিশু সেখানে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে প্রায় ৬ শতাংশ নিউমোনিয়া ও ১০ শতাংশ ডায়রিয়ায় আক্রান্ত ছিল। ডিসেম্বরে নিউমোনিয়ার রোগী কিছুটা কমলেও বর্তমানে শ্বাসকষ্ট ও ডায়রিয়ার রোগী বেশি আসছে। বর্তমানে হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগের ইউনিটে ত্রিশের বেশি শিশু ভর্তি রয়েছে। ভর্তি রোগীদের মধ্যে নিউমোনিয়া ও ডায়রিয়ার রোগীর সংখ্যাই বেশি।
বহির্বিভাগের এক মেডিকেল অফিসার বলেন, গত কয়েক সপ্তাহ ধরে বহির্বিভাগে শিশু রোগীর সংখ্যা বেড়েছে। বিশেষ করে সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত শিশুরা বেশি আসছে। ডায়রিয়ার রোগীর সংখ্যাও তুলনামূলক বেশি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রাণেশ চন্দ্র পন্ডিত বলেন, সাধারণত শীতের শুরু ও শেষের দিকে নিউমোনিয়ার প্রকোপ বেশি থাকে। বর্তমানে নিউমোনিয়ার তুলনায় ডায়রিয়ার রোগী বেশি দেখা যাচ্ছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর