ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলে দুইটি সংসদীয় আসনে ১৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। নড়াইল-১ আসনে ৭ জন প্রার্থী এবং নড়াইল-২ আসনে ৮ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম প্রতীক বরাদ্দ দেন।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, নড়াইল-১ আসনে ৭ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দ দেওয়া প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ওবায়দুল্লাহ কায়সার (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল আজিজ (হাতপাখা), জাতীয় পাটির প্রার্থী মো. মিল্টন মোল্যা (লাঙ্গল), স্বতন্ত্র বি এম নাগিব হোসেন (কলস), লেফটেন্যান্ট কর্ণেল (অবঃ) এস এম সাজ্জাদ হোসেন (ফুটবল), সুকেশ সাহা আনন্দ (ঘোড়া) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
অপরদিকে নড়াইল-২ আসনে ৮ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দ দেওয়া প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আতাউর রহমান বাচ্চু (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম (হাতপাখা), জাতীয় পাটির প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল), গণ অধিকার পরিষদের (জিওপি) মনোনীত প্রার্থী লায়ন নূর ইসলাম (ট্রাক), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মো. শোয়েব আলী (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম (কলস), মোছা. ফরিদা ইয়াসমিন (জাহাজ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর