জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৬ জন প্রার্থীর প্রতীক ঘোষণা করেছেন। বুধবার (২১ জানুয়ারি) এই প্রতীক বরাদ্দ করা হয়। একটি পৌরসভা ও আটটি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৩০৪৯৯১ জন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হলেন:
মোঃ ফরিদুল কবীর তালুকদার শামীম: ধানেরশীষ প্রতীক। তিনি জেলা বিএনপির সভাপতি।
অ্যাডভোকেট মোঃ আব্দুল আওয়াল: দাঁড়িপাল্লা প্রতীক। তিনি জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক।
ইকবাল হোসেন: ট্রাক প্রতীক। তিনি গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি।
মেরিন ইঞ্জিনিয়ার মাহবুব জামান জুয়েল: কাস্তে প্রতীক। তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপজেলা শাখার সভাপতি।
এসএমএ কবীর হাসান: কেটলি প্রতীক। তিনি নাগরিক ঐক্যের যুগ্মসাধারণ সম্পাদক।
মাওলানা আলী আকবর সিদ্দিক: হাতপাখা প্রতীক। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক।
এছাড়াও, জাতীয় পার্টির মামুনুর রশীদ জোয়ার্দ্দার এবং বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। একমাত্র স্বতন্ত্র প্রার্থী মেহেরজান আরা তালুকদার তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর