কুমিল্লার বুড়িচং উপজেলা সদরে অবস্থিত মইনিয়া নজরুলিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা আল্লামা পীর নজরুল ইসলাম সাদকপুরী (রহ.)-এর দশম চেহলাম এবং আল্লামা পীর নজরুল ইসলাম সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে দরবার শরীফ প্রাঙ্গণে এ উপলক্ষে এক ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়। বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুল হালিম খানের সভাপতিত্বে এবং অধ্যাপক মো. জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দরবার শরীফের গদ্দিনিশিন, হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক পীরজাদা মাওলানা খাজা শেখ সাদী আবদুল্লাহ সাদকপুরী (মা.জি.আ.)।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং গ্রাম প্রধান ও বিশিষ্ট সমাজসেবক ফরিদ উদ্দিন মেম্বার, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক, আহলে সুন্নাত ওয়াল জামাত ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা গোলাম মোস্তফা, বুড়িচং ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আবুল হোসেন আল কাদরীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এছাড়াও বক্তব্য রাখেন সমাজসেবক মো. আব্দুল ছাত্তার মেম্বার, মো. হুমায়ুন কবির, আব্দুল কাদের মাইজভান্ডারী, মাওলানা মো. জাহাঙ্গীর আলম, মাওলানা মো. আমির হোসেন আল কাদরী, মো. জাকির হোসেন, মো. হাবিবুর রহমান পায়েল, মো. মামুনুর রশিদ মাইজভান্ডারী ও গাজী মাওলানা মীর মো. সফিউল্লাহ কসবা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে রাসুল (দ.) পরিবেশন এবং অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন মুহিব্বানে আহলে বাইত বাংলাদেশ ও দরবার শরীফের ভক্ত ও আশেকানগণ।
অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে ফিতা কেটে আল্লামা পীর নজরুল ইসলাম সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ, দরবার শরীফের গদ্দিনিশিন ও খলিফাবৃন্দ। এ সময় আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও বাংলাদেশ সুপ্রিম পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিলাদ ও কিয়াম পরিচালনা করেন দরবার শরীফের আশেক ও মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মো. সাইফুল ইসলাম চিশতি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী মো. সোলায়মান শাহপুরী, মাওলানা আবদুছ ছালাম, সমাজসেবক মো. জাহাঙ্গীর আলম, হাজী মো. মফিজুল ইসলাম, মো. মনির হোসেন মাইজভান্ডারী, সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয়, মো. আবু তাহের, মো. দুলাল হোসেন, আলী আকবর মাস্টার, মো. সুলতান, মো. সোহেল মাইজভান্ডারী, মো. তারেক আল মাইজভান্ডারী, মো. ময়নাল হোসেন, খাদেম মো. আসিফ খান, গোলাম মোস্তফা, সুয়াইব হাসান রাকিবসহ অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসী।
মাসুম/সাএ
সর্বশেষ খবর