ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের পাঁচ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। এর মধ্যে বিজ্ঞান ইউনিট ব্যাতীত সকল ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এদিকে চলতি শিক্ষাবর্ষের ক্লাস আগামী ১ এপ্রিল থেকে শুরুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
বিশ্ববিদ্যালয় ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়। এর আগে গেল বছরের ১৩ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা, ২৭ ডিসেম্বর বিজ্ঞান ইউনিটের, ব্যবসায় শিক্ষা ইউনিটের ৬ ডিসেম্বর, চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) ২৯ নভেম্বর এবং আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ নভেম্বর অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ভর্তিসংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটের (https://admission.eis.du.ac.bd) মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন শিক্ষার্থীরা।
মাসুম/সাএ
সর্বশেষ খবর