ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফলে ফেল করেছেন ৯২ দশমিক ৭১ শতাংশ ভর্তিচ্ছু। এই ফলাফল পুনঃনিরীক্ষণ করতে ইতোমধ্যে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া।
বুধবার (২১ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই আবেদন চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত।
জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে স্বহস্তে লিখিত আবেদনপত্র নগদ ১০০০/- (এক হাজার) টাকা ফিসহ সামাজিক বিজ্ঞান অনুষদে জমা দিতে হবে। ডিন, সামাজিক বিজ্ঞান অনুষদ বরাবর লিখিত আবেদনপত্রটির সাথে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বরপত্রের ফটোকপি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি ও অনলাইন থেকে প্রিন্ট করা ফলাফলের কপি সংযুক্ত করতে হবে।
পুনঃনিরীক্ষার ফলাফল ৩ ফেব্রুয়ারি, বিকাল ৩টায় অনুষদ অফিসের নোটিশ বোর্ডে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট অংশে পাওয়া যাবে। এদিকে ভর্তিচ্ছুক উত্তীর্ণ সকল প্রার্থীকে আগামী ২৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে ( https://admission.eis.du.ac.bd) গিয়ে বিস্তারিত তথ্য প্রদান ও বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে এবং পূরণকৃত ফরম প্রিন্ট করে নিজের কাছে রেখে দিতে হবে। ঐ সময়ের মধ্যে বিষয় পছন্দক্রম ফরম পূরণ না করলে কোন প্রার্থীকে বিষয়-মনোনয়ন দেয়া যাবে না।
এছাড়া কোটায় ভর্তিতে মুক্তিযোদ্ধার সন্তান, উপজাতি/ ক্ষুদ্র নৃগোষ্ঠী, হরিজন ও দলিত সম্প্রদায়, প্রতিবন্ধী কোটায় ভর্তি হতে আগ্রহী উত্তীর্ণ প্রার্থীদেরকে ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে অফিস চলাকালীন সময়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংশ্লিষ্ট কোটার ফরম সংগ্রহ করতে হবে। ওই সময়ের মধ্যে ফরমটি যথাযথভাবে পূরণ করে অনুষদের অফিসে জমা দিতে হবে। কোটার আবেদনপত্রের সাথে অবশ্যই বিষয় পছন্দক্রম (অনলাইন থেকে ডাইনলোড করা) ফরম জমা দিতে হবে।
এর আগে গত মঙ্গলবার বিকেলে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে পাশ করে ৭ দশমিক ২৯ শতাংশ। গত ১৩ ডিসেম্বর রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছর ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ৭ হাজার ৭০১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়াই করে প্রায় ৩৭ জন পরীক্ষার্থী।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর