শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদ ও শাকসু বাস্তবায়নের দাবীতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করে জেলা ছাত্রশিবির।
বুধবার (২১ জানুয়ারি) বিকালে মাইজদী মুক্তমঞ্চ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মাইজদী পৌরবাজার সংলগ্ন সড়কে অবস্থানরত বক্তব্য প্রদান করে৷ বিক্ষোভ মিছিল অবস্থানে শহর সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহবুবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবির কেন্দ্রীয় তথ্য সম্পাদক আবু সায়েদ সুমন।
প্রধান অতিথির বক্তব্যে আবু সায়েদ সুমন বলেন, শাকসু নিয়ে নোংরা রাজনীতি শুরু হয়েছে। এ বিক্ষোভ মিছিলের প্রধান উদ্দেশ্য আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পূর্বে শাকসু নির্বাচন বাস্তবায়ন করতে হবে। দীর্ঘ ২৮ বছর পর শাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও দুই প্রার্থী ও এক শিক্ষার্থীর রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের একটি বেঞ্চ রুলসহ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিতের আদেশ দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পালসের বাইরে গিয়ে যারা অতীতে রাজনীতির নামে অপরাজনীতি করেছে, জনগণ তাদের ছুড়ে ফেলেছে। শিক্ষার্থীরা অতীতেও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আমরা জুলাইয়ে হাসিনাকে তাড়িয়েছি। দরকার পড়লে আরেকটি জুলাই অভ্যুত্থান সংঘটিত হবে।
বিক্ষোভ মিছিলে আরও বক্তব্য রাখেন, ছাত্রশিবির নোয়াখালী শহর সভাপতি হাবিবুর রহমান আরমান, নোয়াখালী জেলা দক্ষিণ সভাপতি সাইফুর রসুল ফুহাদ, জেলা উত্তর সভাপতি দাউদ ইসলাম প্রমুখ।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর