আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৪৭ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তবে বিভিন্ন প্রতীকের প্রার্থীরা সুষ্ঠু ভোটের পরিবেশ চান রিটার্নিং কর্মকর্তার সাথে।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম সকাল ১০টায় নোয়াখালী-১ আসনের ৭ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে প্রতীক দেওয়ার মাধ্যমে কার্যক্রমের সূচনা করেন। পর্যায়ক্রমে নোয়াখালী-৬ আসনের ১০ জন, নোয়াখালী-২ আসনের ৫ জন, নোয়াখালী-৩ আসনের ৭ জন, নোয়াখালী-৪ আসনের ৭ জন এবং নোয়াখালী-৫ আসনের ১১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
প্রতীক বরাদ্দ পাওয়া প্রার্থীদের মধ্যে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা রয়েছেন। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নোয়াখালীর ছয়টি আসনে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
উল্লেখ্য, গেল মঙ্গলবার ৫ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেন।প্রার্থীরা হচ্ছেন নোয়াখালী-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাইয়েদ আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন, নোয়াখালী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হাসনা জসীম উদ্দিন মওদুদ, খেলাফত মজলিসের প্রার্থী আলী আহমদ ও নোয়াখালী-৬ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহ মাহফুজুল হক।
মাসুম/সাএ
সর্বশেষ খবর