ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত ইসলামি, স্বতন্ত্রসহ প্রতিদ্বন্দ্বী ২৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। নির্বাচনে ১০ দলের ১৯ জন এবং স্বতন্ত্র ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতায় রয়েছেন। স্বতন্ত্রদের মধ্যে দুইজন বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া প্রার্থী এবং প্রার্থীদের প্রতিনিধিরদের হাতে প্রতীক তুলে দেন।
সুনামগঞ্জ-১ আসনে তিনটি দলের তিনজন প্রার্থী, সুনামগঞ্জ-২ আসনে তিনটি দলের তিনজন প্রার্থী, সুনামগঞ্জ-৩ আসনে ৭ জন প্রার্থী এর মধ্যে ৪ জন দলীয়, একজন বিএনপি বিদ্রোহী, দুইজন স্বতন্ত্র প্রার্থী, সুনামগঞ্জ-৪ আসনে ৫ জন প্রার্থী, এর মধ্যে ৪ জন দলীয় মনোনীত ও একজন স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) প্রার্থী এবং সুনামগঞ্জ-৫ আসনে ৫ দলের ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন নির্বাচনে।
সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল ধানের শীষ ,বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী তোফায়েল আহমদ দাঁড়িপাল্লা ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি মনোনীত প্রার্থী মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার বই প্রতীক পেয়েছেন।
সুনামগঞ্জ-২ আসনে বি.এন.পি মনোনীত প্রার্থী মোঃ নাছির চৌধুরী ধানের শীষ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ শিশির মনির দাঁড়িপাল্লা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী নিরঞ্জন দাস কাস্তে, প্রতীক পেয়েছেন।
সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ ধানের শীষ,স্বতন্ত্র (মনোনয়ন বঞ্চিত হয়ে বিএনপি বিদ্রোহী) মোঃ আনোয়ার হোসেন তালা, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহীনূর পাশা চৌধুরী রিক্সা, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলম ঈগল ও স্বতন্ত্র হুসাইন আহমেদ ফুটবল প্রতীক, স্বতন্ত্র মোঃ মাহফুজুর রহমান খালেদ (তুষার) টেবিল ঘড়ি, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী শেখ মুশতাক আহমদ দেওয়াল ঘড়ি পেয়েছেন।
সুনামগঞ্জ-৪ আসনে বি.এন.পি মনোনীত প্রার্থী নূরুল ইসলাম ধানের শীষ, স্বতন্ত্র (মনোনয়ন বঞ্চিত হয়ে বিএনপি বিদ্রোহী) জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সহসভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন পেয়েছেন মোটরসাইকেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ সামছ উদ্দিন দাঁড়িপাল্লা, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ নাজমুল হুদা লাঙ্গল ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম হাতপাখা প্রতীক পেয়েছেন।
সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন পেয়েছেন ধানের শীষ প্রতীক,বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম দাঁড়িপাল্লা, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম লাঙ্গল, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল কাদির দেওয়াল ঘড়ি, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত প্রার্থী মো. আজিজুল হক আম প্রতীক পেয়েছেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর