ফরিদপুরের নগরকান্দা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ ১৮ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোররাতে উপজেলার তালমা ইউনিয়নের শাকপালদিয়া গ্রামে ইউপি সদস্য কুদ্দুস মোল্যার বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী।
এ অভিযানে ৪ কেজি গাঁজা, ১০২ পিচ ইয়াবা, ১টি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, ১টি কার্তুজ (১২ গেজ), ১০টি ঢাল, ৭টি বর্শা, ৮টি কাস্তে, ৬টি রামদা, ৫টি ছোট ছুরি, ৬টি অ্যান্ড্রয়েড ফোন এবং ১টি বাটন ফোন উদ্ধার করা হয়।
আটককৃত আসামিরা হলো, মো. সাহিদ মোল্লা (৬৫), মো. শহিদ মোল্লা (৬৬), সিয়াম শেখ (১৫), মো. পারভেজ ফকির (২৫), মো. নাজমুল (২৩), আয়মান আশরাফ (১৫), মো. ইয়াসিন মোল্লা (১৬), মো. আজিম মোল্লা (২৭), মো. শাজাহান শেখ (৩৬), মো. রবিউল মোল্লা (৩০), মো. ইদ্রিস মোল্লা (৪২), আলেয়া বেগম (৩৮), তামান্না আক্তার (২০), মনিরা আক্তার (৩৫), রুনা আক্তার (২২), নাদিয়া বেগম (৩২), নূরজাহান (৬০) এবং জয়নব বেগম (৬০)। তারা উভয়ই নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নে শাকপালদিয়া গ্রামের বাসিন্দা।
এসময় যৌথবাহিনী ১৮ জনকে আটক করতে সক্ষম হলেও মূল হোতা ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য কুদ্দুস মোল্যা (৫৫) পালিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, ইউপি সদস্য কুদ্দুস মোল্যা একাধিক মামলার আসামি। তার নেতৃত্বে দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদক ব্যবসা করে আসছে এই চক্র। তারা দিন দুপুরে মাদকের কেনাবেচা করলেও মুখ খুলার সাধ্য নেই স্থানীয়দের।
এবিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বিডি২৪লাইভকে জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলার প্রক্রিয়া চলছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে পলাতক ইউপি সদস্যের বাড়ি থেকে মাদক ও অস্ত্র উদ্ধারের ঘটনায় উপজেলা প্রশাসনের কিছু করণীয় আছে কি না, তা জানতে ইউএনও মেহরাজ শারবীন এর মুঠোফোনে যোগাযোগ করলে তাঁকে পাওয়া যায়নি।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর