ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঘোষিত সাধারণ ছুটি আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের জন্য টানা চার দিনের ছুটি এবং শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের জন্য টানা পাঁচ দিনের ছুটি নিশ্চিত হলো।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, নির্বাচন উপলক্ষে আগেই ঘোষণা দেওয়া হয়েছিল যে ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ভোটগ্রহণের দিন সাধারণ ছুটি থাকবে। এর পাশাপাশি উপদেষ্টা পরিষদের সর্বশেষ বৈঠকে ১১ ফেব্রুয়ারি (বুধবার) অতিরিক্ত সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রেস সচিব বলেন, ১১ ও ১২ ফেব্রুয়ারির ছুটির সঙ্গে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সাধারণ মানুষের জন্য টানা চার দিনের ছুটি দাঁড়াচ্ছে। অর্থাৎ ১১, ১২, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি—এই চার দিন সরকারি ও বেসরকারি অধিকাংশ দপ্তর বন্ধ থাকবে।
অন্যদিকে শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের জন্য ছুটি আরও এক দিন বাড়ানো হয়েছে। শফিকুল আলম জানান, শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ও ১১ ফেব্রুয়ারি ছুটি অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। ফলে নির্বাচনের দিন ও সাপ্তাহিক ছুটিসহ শিল্পাঞ্চলের শ্রমিকরা মোট পাঁচ দিনের টানা ছুটি পাবেন। তাদের ছুটির দিনগুলো হলো—১০, ১১, ১২, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি।
প্রেস সচিব বলেন, “উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, যাতে নির্বাচনের সময় ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্ন থাকে এবং ভোটাররা স্বাচ্ছন্দ্যে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।”
তিনি আরও জানান, এই ছুটির সিদ্ধান্তের মাধ্যমে নির্বাচনকালীন নিরাপত্তা, প্রশাসনিক ব্যবস্থাপনা ও ভোটার উপস্থিতি নিশ্চিত করা সহজ হবে বলে সরকার মনে করছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর