সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনা তীরবর্তী ভাঙন কবলিত কৈজুরি ইউনিয়নের কয়েকটি গ্রামের ৫৬৫টি অসচ্ছল পরিবারের মাঝে মোট ১কোটি ৬৬ লাখ ৯০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কৈজুরী মহিউল ইসলাম ফাজিল মাদ্রাসা মাঠে ''সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টে'' এর উদ্যোগে ২১ টি গ্রুপের দলনেত্রীর হাতে চেক হস্তান্তর করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক হস্তান্তর করেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব, সমন্বিত পাঁচ ইসলামি ব্যাংকের চেয়ারম্যান ও সিজেডএম এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব আলী।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আইয়ুব আলী জানান, সিজেডএম ২০০৮ সাল থেকে এ পর্যন্ত প্রায় ১৭ লাখ মানুষের বিভিন্ন সেবা প্রদান করেছে। মানুষের যে মৌলিক চাহিদাসমূহ আছে তা নিশ্চিত করতে সিজেডএম কাজ করছে। এরই ধারাবাহিকতায় শাহজাদপুরের যমুনা তীরবর্তী দুর্দশাগ্রস্থ অসহায় মানুষদের ভাগ্যোন্নয়নে কাজ করতে ৫৬৫ টি মুস্তাহিক পরিবারের মাঝে মোট ১ কোটি ৬৬ লক্ষ ৯০ হাজার টাকার যাকাত তহবিল হস্তান্তর করা হলো। এই পুঁজি দিয়ে প্রতিটা পরিবার যেন ঘুড়ে দাঁড়াতে পারে সেই প্রত্যাশা করেন তিনি।
এদিন চেক হস্তান্তর অনুষ্ঠানে কৈজুরি মহিউল ইসলাম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ তৌহিদুল আলম আনছারীর সভাপতিত্বে ও মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, গিভিং গ্রেস ফাউন্ডেশনের উপদেষ্টা ম-লীর সদস্য মুহাম্মদ রাশিদ আল মাজিদ খান সিদ্দিকী মামুন, মর্তুজা জামান, সিজেডএম এর এজিএম (স্বাস্থ্য) আরমান ইমতিয়াজ, এজিএম (জীবিকা উন্নয়ন) এনামুল হক, প্রগ্রাম কো-অর্ডিনেটর মোঃ ইসমাইল হক প্রমুখ।
উল্লেখ্য, সিজেডএম প্রতিষ্ঠালগ্ন থেকে দারিদ্র বিমোচন ও মানব উন্নয়নে কাজ করে যাচ্ছে। সেইসাথে সারাদেশে এখন পর্যন্ত ১৭ লাখ মানুষকে বিভিন্ন ভাবে সেবা নিশ্চিত করেছে সংগঠনটি।
কুশল/সাএ
সর্বশেষ খবর