নাটোরে সড়ক দুর্ঘটনায় মঞ্জরুল করিম আকাশ (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে নাটোর বগুড়া মহাসড়কের হাগুরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মঞ্জুরুল করিম সদর উপজেলার নওপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে এবং বড় হরিশপুর বাসস্ট্যান্ডের একতা বাসের টিকিট কাউন্টারের মাস্টার।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বড় হরিশপুর বাসস্ট্যান্ডে তার কর্মস্থল থেকে মোটরসাইকেল যোগে সদরের নওপাড়া গ্রামে ফিরছিলেন মঞ্জুরুল করিম আকাশ। পথে নাটোর বগুড়া মহাসড়কের হাগুরিয়া এলাকায় পৌঁছালে বগুড়াগামী একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তা থেকে ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হন। এসময় ট্রাকটি তার মোটরসাইকেল টিকে ঠেলে প্রায় দুই কিলোমিটার দূরে নিয়ে চলে যায়। টের পেয়ে এলাকাবাসী আহত মঞ্জুরুল করিম আকাশকে গুরুতর আহত অবস্থায় নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে সড়ক আইনে মামলা দায়েরের পর ঘাতক ট্রাকটিকে সনাক্ত এবং চালককে আটক করার চেষ্টা চলমান রয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর