বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিশোরগঞ্জবাসীকে, নিজের এবং এলাকার জীবনমানের স্থায়ী উন্নয়নের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত পৌনে ১টায় কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় আয়োজিত এক বিশাল নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। বক্তৃতার একপর্যায়ে তিনি মঞ্চে উপস্থিত কিশোরগঞ্জের প্রার্থীদের সাধারণ মানুষের সামনে পরিচয় করিয়ে দিয়ে বলেন, এই প্রতিনিধিদের তিনি জনগণের হাতে তুলে দিলেন। প্রার্থীদের জয়যুক্ত করার মাধ্যমে ভোটাররা যেন ভবিষ্যতে তাদের উন্নয়নের হিসাব ও সমস্যার সমাধান বুঝে নিতে পারেন, সেই নিশ্চয়তাও প্রদান করেন তিনি।
তারেক রহমান তার বক্তব্যে দেশ গড়ার কাজে জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, দেশ গড়ার দায়িত্ব যেমন সবার, তেমনি ভোটারদেরও একটি বড় দায়িত্ব রয়েছে। বিগত দিনের আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি উল্লেখ করেন যে, যেভাবে সবাই মিলে রাজপথে আন্দোলন করা হয়েছিল, ঠিক সেভাবেই সবাই মিলে কাজ করে দেশ গড়ে তুলতে হবে।
জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, দেশে পুনরায় খাল খনন কর্মসূচি শুরু করা, ঘরে ঘরে মা-বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া এবং কৃষকদের জন্য কৃষক কার্ড নিশ্চিত করতে হলে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।
এ ছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম ও খতিবদের যথাযোগ্য সম্মান ও ভাতার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, একমাত্র ধানের শীষ সরকার গঠন করলেই এসব পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব। এলাকার রাস্তাঘাট, স্কুল-কলেজের উন্নয়ন এবং হাসপাতালে পর্যাপ্ত ওষুধ ও ডাক্তারের সেবা নিশ্চিত করতে স্থানীয় প্রতিনিধিদের জয়যুক্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
ভোটের দিন ভোটারদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে তারেক রহমান বলেন, যেকোনো ধরনের নির্বাচনী ষড়যন্ত্র রুখতে চোখ-কান খোলা রাখা জরুরি। এই লক্ষ্যে তিনি আগামী নির্বাচনে সবাইকে তাহাজ্জুদ নামাজ পড়ে ভোটকেন্দ্রে যাওয়ার পরামর্শ দেন এবং ফজরের নামাজ ভোটকেন্দ্রেই আদায় করার আহ্বান জানান।
সমাবেশে তিনি কিশোরগঞ্জের সংসদীয় আসনগুলোর প্রার্থীদের নাম ঘোষণা করে তাদের পরিচয় করিয়ে দেন। এই প্রার্থীরা হলেন কিশোরগঞ্জ-১ আসনে মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনে মো. জালাল উদ্দীন, কিশোরগঞ্জ-৩ আসনে মুহাম্মদ ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমান, কিশোরগঞ্জ-৫ আসনে সৈয়দ এহসানুল হুদা এবং কিশোরগঞ্জ-৬ আসনে মো. শরীফুল আলম। এই প্রার্থীদের তিনি জনসভার মঞ্চে দাঁড়িয়ে জনগণের দোয়া ও সমর্থনের জন্য নিবেদন করেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর