পুলিশকে কুপিয়ে জখম করার অভিযোগে শাহারিয়ার নিয়ন ও তার পিতা হালুয়াঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রুহুল আমিন খানকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
হালুয়াঘাট-ধোবাউড়া সার্কেলের এএসপি মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার প্রতিদিনের ন্যায় বাজার টহল পার্টি বাজারের প্রধান সড়কে ধোবউড়া মোড়ে রাত ২টায় দিকে নিয়নকে সন্দেহ হলে তার গতিরোধ করে । তার শরীরে মাদক আছে এই আশংকায় তার শরীর তল্লাশী চালায় এএসআই নওয়াব আলী ও সঙ্গীয় পুলিশ কনস্টেবল ইজাউল হক। তল্লাশীর সময় পুলিশকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে দেখে নেওয়া হবে বলে হুমকি প্রদান করে।
পুলিশের মধ্য থেকে ইজাউল তার বাবার কাছে বিচার দিবে এমনটি বলে তাকে ছেড়ে দেয় । পরবর্তীতে মোঠোফোনে পুলিশকে আবারো গালিগালাজ ও হুমকি প্রদান করলে পুলিশ বড়দাসপাড়াস্থ গ্রামের বাড়িতে তার বাবার কাছে এর বিচার চাইতে গেলে তার বাবার উপস্থিতিতে পুলিশ কনস্টেবল ইজাউলকে পিছন দিকে কুপিয়ে জখন করে নিয়ন । পরে তাকে হালুয়াঘাট সরকারি হাসাপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেড়িকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ।
হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম বলেন, পিতা-পুত্র দুজনকে গ্রেফতার করা হয়েছে মামলার প্রস্তুুতি চলছে ।
কুশল/সাএ
সর্বশেষ খবর