ফেনী পৌরসভার সুলতানপুর এলাকা থেকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মো. কামাল (২৪) ও আজমুল হোসেন ফাহিম (২২) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃত মো. কামাল কুমিল্লা জেলার জয়মঙ্গলপুর এলাকার বাসিন্দা মৃত আব্দুস সামাদের ছেলে ও আজমুল হোসেন ফাহিম একই জেলার ঝাঁকুনি পাড়ার বাসিন্দা মো. মাছুম করিমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি সদস্যদের সমন্বয়ে গঠিত রেইডিং টিম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করে। এই ঘটনায় আটককৃতদের নামে ফেনী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর