দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে স্মৃতিচারণ ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে ভূরুঙ্গামারী উপজেলা কমপ্লেক্সের নতুন ভবন সংলগ্ন মাঠে এই স্মৃতিচারণ ও মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী–ভূরুঙ্গামারী) আসনের বিএনপির এমপি প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ইউনিটের কমান্ডের আহ্বায়ক মোঃ নুরুজ্জামান, ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষে সজিবুর রহমান সজিব, রফিকুল হাসান রঞ্জু প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার এটিএম শাহজাহান মানিক।
বীর মুক্তিযোদ্ধারা বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করা মানেই বাংলাদেশের সংবিধান ও রাষ্ট্রের অস্তিত্বকে অস্বীকার করা। স্বাধীনতার ইতিহাসকে বাদ দেওয়ার অপচেষ্টা স্বাধীনতাবিরোধী শক্তির হাতকে শক্তিশালী করে এবং দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেয় বলেও তারা মন্তব্য করেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
কুশল/সাএ
সর্বশেষ খবর