জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশে মতপ্রকাশের স্বাধীনতা যেমন থাকবে, তেমনি দ্বিমত প্রকাশের স্বাধীনতাও নিশ্চিত করতে হবে। তিনি অভিযোগ করে বলেন, সামনে আবারও ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। যারা কেন্দ্র দখলের চিন্তা করছেন, তাদের উদ্দেশে তিনি বলেন, “বাসা থেকে মা–বাবার দোয়া নিয়ে বের হইয়েন।”
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা স্কুল মাঠে অনুষ্ঠিত এক জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ফ্যামিলি কার্ড ভুয়া এবং এটি সম্পূর্ণ বেআইনি। তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার নিজেই বিষয়টিকে অবৈধ ঘোষণা করেছেন। যারা এই কার্ড নিয়ে কেন্দ্রে আসবে, তাদের আটক করার নির্দেশ দিয়েছেন ইসি। তাহেরের ভাষ্য অনুযায়ী, এসব কর্মকাণ্ড স্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।
ডা. তাহের আরও অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল নতুন করে ভারতের সঙ্গে সমঝোতায় গেছে। তিনি বলেন, “তারা আবার দেশ শাসনের নামে বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায়।” তবে দেশের মানুষ, বিশেষ করে চার কোটি যুবক তা হতে দেবে না বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি সবাইকে সতর্ক করে বলেন, অতীত থেকে শিক্ষা নিতে হবে। তিনি বলেন, “যারা শয়তানি করবে, তাদের মারবেন না। ধরে পুলিশে দিন। তবে যারা ভোট প্রদানে বাধা সৃষ্টি করবে, তাদের আমরা ছাড় দেব না।”
এ ছাড়া সমাবেশে আরও বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ, উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া এবং খেলাফত মজলিশ উপজেলা সভাপতি মাওলানা শাহজালাল।
সাজু/নিএ
সর্বশেষ খবর