হোয়াটসঅ্যাপ এখন সেকেন্ডারি অ্যাকাউন্ট ফিচার নিয়ে কাজ করছে, যার মাধ্যমে অভিভাবকরা তাদের সন্তানের জন্য আলাদা একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এই অ্যাকাউন্টগুলো মূল (প্রাইমারি) অ্যাকাউন্টের সঙ্গে ‘ডিজিটাল লিঙ্ক’-এর মাধ্যমে সংযুক্ত থাকবে।
সেকেন্ডারি অ্যাকাউন্টে কিছু সীমাবদ্ধতা থাকবে এবং শুধু পরিচিত কনট্যাক্টদের কাছ থেকে মেসেজ ও কল আসবে। এতে অভিভাবকরা গুরুত্বপূর্ণ প্রাইভেসি সেটিংস নিয়ন্ত্রণ করতে পারবেন, যা শিশুরা সাধারণত উপেক্ষা করে।
তবে অভিভাবকরা সন্তানের চ্যাট বা কল সরাসরি দেখতে পারবেন না। শুধুমাত্র ব্যবহার সংক্রান্ত রিপোর্ট এবং প্যাটার্ন সম্পর্কে তথ্য পাবেন। হোয়াটসঅ্যাপের এন্ড-টু-এন্ড এনক্রিপশন আগের মতোই কার্যকর থাকবে, ফলে ব্যক্তিগত কথোপকথন সুরক্ষিত থাকবে।
সেকেন্ডারি অ্যাকাউন্টের নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় প্রাইমারি কন্ট্রোল ফিচার এখনো ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে। নতুন প্যারেন্টাল টুলগুলো বিদ্যমান সেটিংসের সঙ্গে সহজ ও মসৃণভাবে যুক্ত করার জন্য পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
ফিচারটি চালু হলে অভিভাবকরা সন্তানের বয়স অনুযায়ী নিরাপদ সেটিংস নিশ্চিত করতে পারবেন এবং অনলাইন নিরাপত্তা বজায় রাখতে সক্ষম হবেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর