ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন, তাদের দ্রুত ভোট ফেরত দেওয়ার তাগিদ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (২৪ জানুয়ারি) নির্বাচন কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা ভোটাররা ব্যালট পাওয়ার পর যত দ্রুত সম্ভব ভোট দিয়ে নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বাক্সে হলুদ খাম জমা দিতে হবে। রিটার্নিং অফিসারের কাছে ১২ ফেব্রুয়ারি বিকাল ৪:৩০ ঘটিকার মধ্যে ব্যালট পৌঁছালে শুধুমাত্র তা গণনায় ধরা হবে।
এবারের পোস্টাল ব্যালটে ভোটারদের মধ্যে রয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কয়েদিরা। এছাড়া বিশ্বের ১২০টির বেশি দেশে অবস্থানরত প্রবাসীরাও ভোট দিতে পারবেন। সবমিলিয়ে এ জন্য নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার।
নির্বাচন কমিশন আগামী ১২ ফেব্রুয়ারি ১২ কোটি ৭৭ লাখের বেশি ভোটারের অংশগ্রহণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন করবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর