কক্সবাজার সদরের খরুলিয়া নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে শামসুন্নাহার ওরফে সইসোনা নামের এক আলোচিত মাদক সম্রাজ্ঞীসহ তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
শনিবার গভীর রাতে এ অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, দেশীয় অস্ত্র, নগদ টাকা ও বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রোববার সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, নয়াপাড়া ও ডেইঙ্গাপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এমন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ঘটনাস্থল থেকে পাঁচটি দেশীয় অস্ত্র, ৬২১টি ইয়াবা বড়ি, নগদ ১৩ লাখ ২ হাজার ৫২০ টাকা, প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, তিনটি ফাঁকা চেক, ছয়টি অ্যান্ড্রয়েড মুঠোফোন, দুটি বাটন ফোন, ১২টি ফাঁকা স্ট্যাম্প এবং সন্দেহজনক লেনদেনসংক্রান্ত কিছু নথি জব্দ করা হয়। নথিতে প্রায় ১১ কোটি টাকার লেনদেনের তথ্য থাকার দাবি করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।
এ বিষয়ে রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, জব্দ করা আলামত ও গ্রেফতারদের বিরুদ্ধে মাদক আইনে মামলার আদালতে প্রেরন করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগে বিভিন্ন সময় বিপুল পরিমাণ মাদকসহ একাধিকবার গ্রেপ্তারও হয়েছেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর