বরগুনার আমতলীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের আমতলী উপজেলার সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাদল প্যাদাকে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ।
রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা পরে দিকে তার গ্রামের বাড়ি উপজেলার সদর ইউনিয়নের মানিকঝুড়ি গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছে আমতলী থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন।
জানা গেছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাদল প্যাদা তার অসুস্থ্য মাকে ঢাকায় ডাক্তার দেখিয়ে আজকে বিকেলে বাড়িতে ফিরে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে চলমান ডেবিল হান্ট ফেইস- ২ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ আমতলী উপজেলার সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাদল প্যাদাকে গ্রেপ্তার করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর