নরসিংদীর মনোহরদীতে বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের প্রতীক ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি)দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), নরসিংদী জেলা শাখার উদ্যোগে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব নরসিংদী জেলা শাখার সহ-সভাপতি ডা. আবদুল্লাহ আল মাসুদ। সঞ্চালনায় ছিলেন নরসিংদী জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. নূরুল্লাহ আল মাসুদ। এতে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ।
দোয়া মাহফিলে প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে ডা. আবদুল্লাহ আল মাসুদ বলেন, বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। আমরা তাঁর রূহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আল্লাহর দরবারে দোয়া করছি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাব নরসিংদী জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ডা. রাকিবুল হাসান, সহ-দপ্তর সম্পাদক ডা. তরিকুল সরকার, সদস্য ডা. জিয়া শামস সৌরভ, মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. খন্দকার আনিসুর রহমান সহ ড্যাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আসাদুজ্জামান তালুকদার, ডা. মোখলেছুর রহমান (টিটু), ডা. এমদাদুল হক সোহেল, ডা. নিলা ইসরাক সুলতানা, ডা. মুনামিন জেমি, অন্যান্য চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর