রোববার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া চলে গেছেন এবং জাতীয় নির্বাচনের পর দেশে ফিরবেন।
তবে আজ সকাল ১১টায় তিনি মিরপুরের বিসিবি কার্যালয়ে উপস্থিত হয়ে গুঞ্জন পুরোপুরি উড়িয়ে দিয়েছেন। বিসিবির কর্মকর্তা ও সাংবাদিকরা তার উপস্থিতি নিশ্চিত করেছেন।
দেশের ক্রিকেট বর্তমানে কঠিন সময় পার করছে। নিরাপত্তাজনিত কারণে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে না পারায় দলের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এছাড়া সম্প্রতি বিপিএলে এক পরিচালককে নিয়ে ফিক্সিংয়ের অভিযোগ ওঠা, আর কয়েকজন পরিচালকের পদত্যাগের সম্ভাবনা—সব মিলিয়ে বোর্ডের পরিস্থিতি খানিকটা টালমাটাল। ঠিক এই সময়ে সভাপতি বিদেশে চলে গেছেন—এ ধরনের গুঞ্জন দ্রুত ছড়িয়ে পড়ে।
রোববার বিকেলে এই গুঞ্জন নিয়ে সংবাদ প্রকাশিত হলে বুলবুল সরাসরি তা অস্বীকার করেন। তিনি বলেন, “আমি সারাদিন অফিসে কাজ করেছি, ইনশাআল্লাহ কালকেও কাজ করব। এখন অনেক কাজের চাপ। পরিবারের কাছে যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না। এই মুহূর্তে আমি কোথাও যাচ্ছি না।”
তবে এই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যে বুলবুলের অস্ট্রেলিয়া রওনা হওয়ার খবর আসে। বিমানবন্দর সূত্রের বরাত দিয়ে দেশীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তিনি সাধারণত দুই সপ্তাহের জন্য অস্ট্রেলিয়া যান। তবে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর দেশে ফেরার সম্ভাবনা কম।
আজ সকালে নিজে উপস্থিত হয়ে তিনি সব গুঞ্জনের অবসান ঘটিয়েছেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর