আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে তৃণমূলের ভোটারদের সাথে সরাসরি যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনে ১১ দলীয় ঐক্যজোট (ঐক্যবদ্ধ বাংলাদেশ ) ও জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম এর ভূরুঙ্গামারী উপজেলা নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলা সদরের থানা রোডের পাশে আনুষ্ঠানিক ভাবে এই নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়।
উপজেলা জামায়াতের আমির আলহাজ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সহকারি সেক্রেটারি মিজানুর রহমান এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন।
বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, অন্যান্যদের মধ্যে উপজেলা সেক্রেটারি আনোয়ার হোসেন, এনসিপির উপজেলার মুখ্য স্বমন্নয়ক মাহফুজুল ইসলাম কিরণ, জামায়াতের সাবেক উপজেলা আমির মাওলানা রুহুল আমিন হামিদী, ছাত্র শিবিরের সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে এবং জনগণ ও তৃণমূলের ভোটারদের সাথে সরাসরি যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে এই নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। সমাবেশে বক্তারা ভোটারদের উদ্দেশে আগামী নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে দূর্নীতি মুক্ত, ন্যায় ও ইনসাফ ভীত্তিক দেশ গঠনে ও এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে দাড়ি পাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।
উদ্বোধন শেষে দেশ ও জাতির শান্তি, সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্রের সুস্থ ধারা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর