কুমিল্লার নাঙ্গলকোটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের বাঙ্গড্ডা পশ্চিম বাজারে। এতে ৫টি দোকানের প্রায় কোটি টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো শাহজাহান স্টোর, মোতালেব ফার্নিচার, মেজবাহ লাইটিং হাউজ এবং খাজা নেছারিয়া হোটেল। এসময় ব্যবসায়ীদের মালামাল হারিয়ে আহাজারি করতে দেখা যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ভুট্টো, মোজাম্মেল ও শাহআলম জানান, পাশের শাহজাহান স্টোরের তৈল ও গ্যাসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে পার্শ্ববর্তী মোতালেব ফার্নিচার, মেজবাহ লাইটিং হাউজ ও খাজা নেছারিয়া হোটেলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। লাকসাম এবং চৌদ্দগ্রাম থেকে ফায়ার সার্ভিস আসার পূর্বে সব পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডে শাহজাহান স্টোরের ডিজেল, পেট্রোল, অকটেন, মেশিনারী যন্ত্রপাতি, মুরগী পুড়ে যায়, যার আনুমানিক ক্ষতি প্রায় ৪০ লক্ষ টাকা। মোতালেব ফার্নিচারের আনুমানিক ক্ষতি প্রায় ১০ লক্ষ টাকা। মেজবাহ লাইটিং হাউজের জেনারেটর, এসি, ফ্রিজ, ডেকোরেটরের মালামাল ও মোটরসাইকেল পুড়ে যায়, যার আনুমানিক ক্ষতি প্রায় ৩০ লক্ষ টাকা। খাজা নেছারিয়া হোটেলের ফ্রিজ, নগদ টাকা, মুদি মালামাল এবং আসবাবপত্র পুড়ে যায়, যার আনুমানিক ক্ষতি প্রায় ৫ লক্ষ টাকা বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার লিজা আক্তার বিথী জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবেদন করলে সহযোগিতা করার চেষ্টা করা হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর